অনলাইন ডেস্ক
গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় আবুল কাশেম মোল্লা জনিকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত জনি গাজীপুর মহানগরের পূবাইল থানার নারায়ণকুল এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ আজ শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূইয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী কারিমা বেগম জানায়, রাতে একটি ফোন পেয়ে স্ত্রীকে বাহির থেকে ঘরের ভিতর আটকে রেখে বাইরে চলে গিয়ে রাতে আর বাসায় ফিরেনি।
সকালে তার লাশ সড়কে পাশে ঝোপের ভিতর পরে আছে বলে স্থানীয়রা জানায়। সে পুলিশের সোর্স হিসেবে কাজ করতে বলেও স্থানীয়রা।