সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিঃ
চিকিৎসা দিতে গিয়ে করোনা আক্রান্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোস্তফা সিকদার। রোগীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই ডাক্তার সাধারণের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হন করোনা ভাইরাসে। করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তিনি নিজেই পজেটিভ হন এই রোগে।
নিজের কর্তব্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে জীবনের মৃত্যু ঝুঁকিকে পিছনে ফেলে তিনি রোগীদের সেবা দিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ নিজেই করোনায় আক্রান্ত। ডাঃ গোলাম মোস্তফা সিকদার হচ্ছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের কৃতি সন্তান, সময়ের সাহসী সৈনিক, বীর সম্মুখ যোদ্ধা, গরীব মেহনতি মানুষের আস্থার প্রতীক গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার সাধারন মানুষের জনপ্রিয় ডাঃ মস্তফা সিকদার। গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলাবাসী তার সুস্থতার জন্য দোয়া করছেন।
ডাঃ মস্তফা সিকদার বলেন, “আমি আক্রান্ত হয়েছি তাতে আমার দুঃখ নেই। কারণ চিকিৎসা সেবার যে মহান ব্রত নিয়ে এই পেশায় এসেছিলাম তা চালিয়ে যাওয়া নৈতিক দায়িত্ব ছিল আমার। দেশের এই সংকটের সময়ে নিজেকে গুটিয়ে নিতে পারিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিদিনের ডিউটিতে আমি আমার রোগীদের সেবা দিয়েছি।
তিনি বলেন, “একজন করোনা আক্রান্ত রোগীর মানসিক অবস্থা কেমন হতে পারে এটা শুধু সেই বুঝবে যে আক্রান্ত হয়েছে। তাই করোনা রোগীদের মানসিক অবস্থার উন্নতির জন্য জনপ্রিয় এই চিকিৎসক করোনা সংকটের শুরু থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আরও বলেন, সুস্থ হলে আবার করোনা যুদ্ধে রোগীদের পাশে গিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রাখব।