অনলাইন ডেস্ক
নওগাঁয় পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর উল্টে ওই ট্রাক্টরের শ্রমিক এনামুল হক সোনা (২৮) মারা গেছে। নিহত এনামুল হক সোনা সদর উপজেলার বরুনকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সকালে একটি ট্রাক্টর শহরের ডিগ্রি কলেজ রাস্তা দিয়ে বাইপাস সড়কের দিকে আসছিল।
পথে মধ্যে বাইপাস সড়কে পূর্বে একজন সাইকেল আরোহী পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে পড়ে গেলে ট্রাক্টরের উপরে থাকা শ্রমিক সোনা ট্রাক্টরের নিচে পড়ে যায়। এতে করে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মারা যান সোনা।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।