December 27, 2024, 8:04 am

গলাচিপায় জেলেদের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ।

Reporter Name
  • Update Time : Saturday, June 27, 2020,
  • 110 Time View

 

সজ্ঞিব দাস, গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধিঃ
সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ১০৯৭ জন জেলের মধ্যে ৫৬ কেজি করে মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১০টায় আমখোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মনির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, গলাচিপা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. সায়েম হোসেন, আমখোলা ইউনিয়ন পরিষদ সচিব বিপ্লব চন্দ্র রায় ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ।

জেলে মো. খোকন মিয়া, মানিক, কামাল, মো. রাসেল, কাসেম হাং এরা জানান, মাছ ধরার অবরোধের এই সময়ে ইউনিয়ন পরিষদ থেকে আমাদেরকে ৫৬ কেজি করে চাল সহায়তা দেওয়ায় আমরা খুশি।

 

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনির বলেন, আমখোলা ইউনিয়নে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নানামুখি কর্মসূচি সফল করতে হত দরিদ্রদের চাল সুষ্ঠু ও সুন্দরভাবে দেয়া হয়েছে। আমার ইউনিয়নে ১০৯৭ জন হত দরিদ্র জেলেকে ৫৬ কেজি করে চাল দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71