অনলাইন ডেস্ক
কুষ্টিয়ার লালন শাহ ব্রীজের সামনে সড়ক দুর্ঘটনায় খুলনার যুবলীগ নেতা শেখ শহীদ আলী (৩৮) নিহত হয়েছেন। শনিবার ভোরে দিনাজপুর থেকে খুলনায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
তাকে বহনকৃত পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি মহানগর যুবলীগের সদস্য ও সোনাডাঙ্গা যুবলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।
জানা যায়, শেখ শহীদ আলী ব্যবসায়িক কাজে দিনাজপুরে অবস্থান করছিলেন। শুক্রবার খুলনায় তার চাচা করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি চাচার মৃত্যু সংবাদ পাওয়ার পর খুলনায় ফিরছিলেন।
মৃত্যুকালে শহীদ আলী ছোট দুই পুত্র, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছোট ভাই শেখ সোহেল আহমেদ তার ভাইয়ের আত্মার শান্তি কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।