অনলাইন ডেস্ক
রাজধানীর কমলাপুরের টিটিপাড়া বস্তির আগুন ফায়ার সার্ভিসের ১৩ ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৭ জুন) রাত ১টার দিকে একটি ঘড়ের চুলা থেকে আগুনের সূত্রপাত। প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে পরে তাদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিস।
আগুনে পুড়ে গেছে শতাধিক বাড়িঘর। এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সেখানে বসবাসকারীরা। রাতে খোলা আকাশের নিচে দিন কাটে তাদের। ফায়ার সার্ভিস বলছে, অপরিকল্পিতভাবে ঘর নির্মাণ করায় নির্বাপণে সময় লেগেছে।