হৃদয় এস এম শাহ্-আলম হবিগঞ্জ জেলা প্রতিনিধি। আগামীকাল ২৮ থেকে ৩০ জুন হবিগঞ্জে ডিজটাল মেলা অনুষ্ঠিত হবে।
তবে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে এবারের মেলা হবে অনলাইনে। বিভিন্ন সরকারি দপ্তর ২৭ জুনের মাঝে তাদের বিভিন্ন তথ্য অনলাইনে আপডেট করবে। এবারের মেলায় মুজিববর্ষ উপলক্ষে থাকবে মুজিব কর্ণার। শুক্রবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং ও সেমিনারে সভাপতির বক্তব্যে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এই তথ্য জানান।
পরে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি উম্মে ইসরাত।
আলোচনায় অংশ নেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, আবু সালেহ মোহাম্মদ নুরুজ্জামান শওকত, রাশেদ আহমদ খান, শাহ ফখরুজ্জামান ও শ্রীকান্ত গোপ। প্রেসব্রিফিং ও সেমিনারে জুমের মাধ্যমেও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, করোনা সংক্রমনের কারণে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।