হৃদয় এস এম শাহ্-আলম হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
মাধবপুরের ০২নং চৌমুহনী ইউনিয়নে ০৭নং ওয়ার্ড গ্রামঃ মনোহরপুরে এলাকা বাসির সাহায্যে নির্মাণ হচ্ছে মসজিদ।মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ আহম্মেদ
আজ(২৭জুন)রোজঃ শনিবার জানান এলাকা বাসি সহ বিভিন্ন মানুষের সাহায্যে নির্মাণ হচ্ছে মসজিদ টি।গতকাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ আপন মিয়া নিজস্ব অর্থায়নে একটি টিউবওয়েল দান করেন।
মসজিদটির সম্পূর্ণ কাজ এখনো হয় নি।যুদি কোনো হৃদয় বান ব্যক্তি দান করতে ইচ্ছুক থাকেন তাহলে বিকাশ করতে পারেন নাম্বারঃ ০১৭৪৮৮৫০৩৫৩. মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ আহমেদ।