হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার মটর সাইকেল ও ট্রাক এর সংঘর্ষে দুই জন নিহত।
গতকাল (২৯ জুন) রোজঃ রোববার রাত ০৮ টার সময় মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়ন এর আফজলপুর গ্রামের মকসুদ আলীর ছেলে মাসুক মিয়া ও পাশের ইউপি ২নংচৌমুহনী ইউনিয়ন এর কমলপুর গ্রামের মিজান মিয়ার ছেলে রুমান মিয়া।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, রাতে কুমিল্লা থেকে শুটকি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল একটি ট্রাক। রতনপুর মাধবপুরগামী একটি মটর সাইকেলের এর সংঘর্ষ হয়। এতে আহত হন মটর সাইকেল আরোহী মাসুক ও রুমান। স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন।তিনি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আটক কবির মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মোহাম্মদপুর গ্রামের খালেদ মিয়ার ছেলে। এ ব্যাপারে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।