পটুয়াখালীর গলাচিপা উপজেলায় করোনার থাবায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শাহনাজ পারভীন (৫৮)। সোমবার সকাল সাড়ে ৮টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শাহনাজ পারভীন হচ্ছেন পৌরসভার ৫নং ওয়ার্ডের ভিআইপি রোডের রেজাউল ইসলাম রাজুল মাষ্টারের স্ত্রী।
জনাগেছে, করোনার লক্ষণ নিয়ে তিনি দীর্ঘ দিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এদিকে সোমবার চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল কলেজেই শাহনাজ পারভীনের মৃত্যু হয়। তার মরদেহ দাফনের জন্য স্বামীর বাড়িতে আনা হয়েছে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি)
মো. মনিরুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত হয়ে শাহনাজ পারভীন হাসপাতালে মারা যায়। নিয়ম মেনে সতর্কতার সাথে তার দাফন সম্পন্ন করা হয়েছে। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম বলেন, করোনায় আক্রান্ত হয়ে শাহনাজ পারভীনের মৃত্যু হয়েছে। সতর্কতার সাথে করোনা প্রটোকলে তার দাফন করা হয়েছে।