পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বৌদ্ধপাড়া গ্রামের অটো রিক্সা চালক মো,
ইব্রাহিম খাঁন (৩০) সোমবার বিকালে রিক্সায় চার্জ দেয়ার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়। স্থানীয়রা তাকে ঐ অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
স্থানীয়রা জানান,তিনি বিকালে আনুমানিক ৫.৩০ মিঃ সময় মধুখালী চার্জ দেয়ার জন্য চার্জার ঘরে গাড়ি রেখে নিজে চার্জ দেয়ার সময় দূভাগ্যবসত বিদ্যুৎ পৃষ্ঠ হয়। তার বাসা বালিয়াতলী ইউনিয়নের বৌদ্ধপাড়া গ্রামে।