হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার ৬নং শাহজানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের মৃত্যু তে গভীর শোকাহত প্রকাশ করছেন ওনার ছেলে সাকিব আলম চৌধুরী। ওনার ছেলে সাকিব আলম চৌধুরী জানান।আমার আব্বা জনাব তৌফিকুল আলম চৌধুরী আজ (২৯জুন) রাত ২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)
ডায়াবেটিস, এজমা, নিম্নরক্তচাপ ও হ্রদরোগ জনিত জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।
গত ২০ জুন এজমার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ৯ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় চিকিৎসক হতে জানতে পারলাম উনার নিউমোনিয়া হয়েছে এবং তিনি কভিড-১৯ সাসপেক্টেড (যদিও ২ বার কোভিড ১৯ পরিক্ষা করানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোন রেজাল্ট আসেনি)।
উনার ফুসফুসের অবস্থার দিন দিন অবনতি হওয়ায় উনাকে বাধ্য হয়ে ১ দিন আগে মেকানিক্যাল ভেন্টিলেটরে দেয়া হয়েছিল। কিন্তু হৃদযন্ত্রের ক্রিয়ায় ত্রুটির জন্য আজ ২৯ শে জুন রাত ২টা ৩০ মিনিটে আমার অাব্বা “কার্ডিও-রেসপিরেটরি এরেস্ট” এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন।
সকলের মতামতের ভিত্তিতে বাদ আসর এক বা একাধিক বার স্বাস্হ্যবিধি মেনে উনার জানাযা অনুষ্ঠিত হবে। উনার সন্তান হিসেবে আমার আপনাদের সকলের নিকট অনুরোধ, আপনারা আমার বাবার আত্মার মাগফেরাত কামনা করবেন। আল্লাহ যেন উনাকে উনার সৎকর্মের জন্য জান্নাতুল ফেরদৌস দান করেন (আমিন)।