December 28, 2024, 12:45 am

স্বাস্থ্য মন্ত্রণালয় মীনা কার্টুনে পরিণত হয়েছে

অনলাইন ডেস্ক
  • Update Time : Tuesday, June 30, 2020,
  • 116 Time View

বাজেট অধিবেশনে অংশ নিয়ে করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা ও দুর্নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা।

মঙ্গলবারের (৩০ জুন) অধিবেশনে একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে দায়িত্ব থেকে সরিয়ে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান তারা।

জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, করোনাভাইরাস নিয়ে জনসচেতনতা তৈরিতে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রীকে সংবাদ সম্মেলন করে জাতির সামনে করোনাভাইরাস সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে আহ্বান জানিয়েছিলাম।

তিনি করেন নাই। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের করোনা চিকিৎসা সরকারি হাসপাতালে বাধ্যতামূলক করতে হবে এমন নির্দেশনা চান তিনি।

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় মীনা কার্টুনে পরিণত হয়েছে। টিয়া পাখি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চলছে। এ সময় জাহিদ মালেককে সরিয়ে বেগম মতিয়া চৌধুরীকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, করোনা পরীক্ষার ফলাফল সময়মতো পাচ্ছে না সাধারণ মানুষ। নমুনা পরীক্ষার ফল পেতে ১০-১৫ দিন সময় লাগছে। এ অবস্থায় দ্রুত স্বাস্থ্যখাতের সংস্কার প্রয়োজন।

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়েরই স্বাস্থ্য খারাপ, এতে কোনো সন্দেহ নাই। এখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বাস্থ্যখাতের দায়িত্বরত চিকিৎসক কিংবা স্বাস্থ্য বিশেষজ্ঞদের হাতেই দেয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71