সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আটকেপড়া আরও ১৫২ বাংলাদেশিকে দেশে আনা হয়েছে। বুধবার আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ২টায় যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে ইউএস-বাংলার বিশেষ বিমান।
বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে বিমানটি।
কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে প্রায় চার মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিল বহুসংখ্যক বাংলাদেশি।
বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবিতে আটকেপড়াদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।