পটুয়াখালী কলাপাড়া উপজেলার সকল সংবাদ দ্রুত সবার কাছে পৌঁছে দেয়ার অঙ্গিকার নিয়ে কলাপাড়ার খবর নামে একটি গ্রুপ পেইজ খোলা হয়েছে। এ গ্রুপের ফাউন্ডার সদস্যদের নিয়ে বিগত দিনে গ্রুপের অগ্রগতি ও মূল্যায়ন বিষয়ক সভা করা হয়েছে।
মঙ্গলাবার শেষ বিকালে নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুরে অবস্থিত স্মার্ট কফি হাউজে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়ার খবর গ্রুপের এ্যাডমিন ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মোহসীন পারভেজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এস. কে রঞ্জন, আনন্দ টিভি প্রতিনিধি সুজন মৃধা,
আমার সংবাদ প্রতিনিধি মো. ওমর ফারুক, দেশের কন্ঠ প্রতিনিধি আরিফ সিকদার, ভোরের বার্তা প্রতিনিধি নয়নাভিরাম গাইন (নয়ন), সরেজমিন বার্তা প্রতিনিধি ইমাম হোসেন হিমেল, দিবাকর সরকার, সমাজকর্মী কমল ব্যাপারী, সংস্কৃতিকর্মী শুভ্রা চক্রবর্তী ও সমাজকর্মী সালমা কবীর প্রমূখ। গুরুত্বপূর্ণ
এ মাসিক সভায় সারা মাসে গ্রুপের বিভিন্ন অগ্রগতি ও প্রাপ্যতার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে নীলগঞ্জ ইউনিয়নের প্রতিবন্ধী দুই বোনের একটি প্রতিবেদন “কলাপাড়ার খবর” গ্রুপ পেইজে প্রকাশিত হওয়ায় কলাপাড়ার এক মহিলা
ডাক্তার তাদের সারা জীবনের অন্ন, বস্ত্র ও চিকিৎসার নিশ্চয়তা প্রদান করায় গ্রুপের সদস্যরা উক্ত ডাক্তারের প্রতি অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। সব শেষে “কলাপাড়ার খবর” গ্রুপটিকে আরো গতিশীল করার লক্ষে সদস্যদের মধ্য হতে
মো. ওমর ফারুক ও সুজন মৃধাকে মডারেটর এর দায়িত্ব দেয়া হয়। এছাড়া প্রতিটি মাসিক মিটিংয়ে অন্যান্য সদস্যদের মধ্য হতে পর্যায়ক্রমে মডারেটর বানানো হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।