রংপুরের তারাগঞ্জ উপজেলার অনন্তপুর এলাকায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানা, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রড বোঝাই একটি ট্রাক তারাগঞ্জ উপজেলা সদর থেকে অনন্তপুর গ্রামে যাচ্ছিল।
ধারনক্ষমতার বেশি রড বহন করায় ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন শ্রমিক নিহত হয়। আহত হয় ছয়জন।
নিহতরা হলেন- লেবার সর্দ্দার আবু বক্কর, লেবার ফরহাদ, অলিল ও খয়রাত। এদের সকলের বাড়ি তারাগঞ্জ উপজেলা সদরের দোলাপাড়া গ্রামে।
এরা সকলেই ট্রাকের উপর বসেছিল, ট্রাকটি উল্টে গেলে তারা সকলেই ট্রাকের নীচে চাপা পড়ে বলে পুলিশ জানিয়েছে।
তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, রড বোঝাই ট্রাকটি ধারন ক্ষমতার অতিরিক্ত রড নিয়ে অনন্তপুরে যাচ্ছিল। এসময় ট্রাকের ড্রাইভার নিয়ন্ত্রণ হারানোর কারণে ট্রাকটি উল্টে যায়।