February 13, 2025, 9:53 pm

বরগুনা শহরে সামাজিক দুরত্ব ও অবৈধ গাড়ি পার্কিং করায় ভ্রাম্যমান আদালত।

এম.এস রিয়াদ, বরগুনা জেলা প্রতিনিধি:
  • Update Time : Thursday, July 2, 2020,
  • 355 Time View

বরগুনা পৌর শহরের বিভিন্ন স্থানে রাস্তার উপরে অবৈধভাবে গাড়ি পার্কিং করা, করোনার এই ক্রান্তিলগ্নে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করা ও সামাজিক দুরত্ব নিশ্চিত না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা আক্তার এর নির্দেশনা অনুযায়ী সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া তাসনীম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া তাসনীম সাধারণ মানুষের উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের স্বাস্থ মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত ও নির্দেশিত আইন ও স্বাস্থবিধি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি অহেতুক ঘর থেকে বের না হতে অনুরোধ জানান।

ভ্রাম্যমান আদালত চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে লেফটেন্যান্ট কমান্ডার এম সাইফুল ইসলাম (এসডি),(পিএনআরটি),বিএন এর নেতৃত্বে একদল নৌসেনা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71