করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুলের অর্থায়নে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য ২’শ কেএন৯৫ মাক্স গলাচিপা থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গলাচিপা প্রেস ক্লাবে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিক ভাবে এ মাক্স উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলামের হাতে তুলে দেন সিনিয়র সাংবাদিক সংকর লাল দাস। এ সময় উপস্থিত ছিলেন মহিলা কলেজের প্রভাষক আষীশ ঢালী, সিনিয়র সাংবাদিক সাইমুর রহমান এলিট, ২নং ওয়ার্ড কাউন্সিলর আঁখি,
উপজেলা আওয়ামী যুবলীগ নেতা বিশ^জিৎ কর্মকার, সাংবাদিক সোহাগ রহমান, সাংবাদিক সোহেল আরমান প্রমুখ। এসময় কাউন্সিলর আঁখি হাওলাদার বলেন, বিশে^ মহামারি করোনাকালীন সময় থেকে এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গলাচিপা দশমিনায় হত দরিদ্রদের পাশে থেকে ত্রাণ বিতরণ করেছেন। তার ত্রাণ, মাক্স, সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।