গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর জ্বর কিছুটা কমলেও তার শারীরিক অবস্থার কোনও বিশেষ উন্নতি হয়নি। বরং তার শারীরিক অবস্থা আরও কিছুটা সংকটাপন্ন।
বুধবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
হাসপাতালে ডা. জাফরুল্লাহর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা কিছুটা খারাপের দিকে। শরীরে প্রচণ্ড দুর্বলতা।
খাওয়াদাওয়া করতে পারছেন না। তবে গলাব্যথাটা এখনও আছে। তবে বুধবার সন্ধ্যার পর থেকে জ্বরটা কমতে শুরু করে।’
তবে তার বর্তমান শারীরিক অবস্থায় জ্বরটা যেকোনও সময় বাড়তে পারে বলেও চিকিৎসকরা জানিয়েছেন- বলেন ফরহাদ হোসেন।
গত ২৫ মে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হন ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রায় ২০ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৩ জুন তিনি করোনামুক্ত হন।
চিকিৎসাধীন অবস্থায়ই গত ৮ জুন চিকিৎসকরা জানান, তার ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ রয়েছে। এজন্য তাকে অক্সিজেন ও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল।
টানা বেশ কয়েকদিন অক্সিজেনেই ছিলেন তিনি। এরপর থেকে তার শারীরিক অবস্থায় উন্নতি হতে শুরু করে। তবে এখন তা আবারও অবনতির দিকে।