পটুয়াখালীতে মামুন হাওলাদার (৩৮) নামে এক জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বিত্তরা। আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর খবরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে পটুয়াখালীসদর থানা পুলিশ।
গতকাল বুধবার গভীর রাতের যে কোন সময় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। শহরের নিউ মার্কেটের নাজ সুজ দোকানের মালিক নিহত মামুন হাওলাদার সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের সোহরাব হাওলাদারের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে মোবাইলে একটি কল আসলে তার সাথে কথা বলে বাহিরে চলে যায় মামুন। পরে রাত ১১টার দিকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোজাখুজি করেও মামুনের সন্ধ্যান পাওয়া যায়নি।
পরে ভোরে মিঠাপুর গ্রামের একটি পরিত্যক্ত স্থানে মামুনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, মামুনের পিঠে তিনটিসহ শরীরে মোট ১২টি কোপের দাগ রয়েছে। পূর্ব শক্রতার জেরে ,সুকৌশলে পরিচিত কোন প্রতিপক্ষ তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
তিনি পরিবারের বরাত দিয়ে বলেন মামুন সন্ধ্যায় বাসায় পৌছলে তার মোবাইলে একটি কল আসলে কথা বলতে বলতে মামুন বাহিরে বের হয়ে যায় এরপরে আর বাড়ীতে ফিরে আসেনি। এ ঘটনায় পটুয়াখালী পুলিশ সুপার মোঃ মঈনুল হোসেন পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সাকেল,পিবিআই পটুয়াখালী,
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার মোর্শেদ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন সহ খুনের ঘটনা উদঘাটনের চেষ্টা চালাচ্ছেন। এ লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে,আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।