পটুয়াখালীতে বাসা থেকে ডেকে নিয়ে মামুন নামের এক জুতা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতের যে কোন সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মামুন হাওলাদার সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে।
পটুয়াখালী শহরের নিউ মার্কেটে নাজ সুজ নামে দোকান রয়েছে তার।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে মোবাইলে একটি কল আসলে বাড়ি থেকে বের হয়ে যায় মামুন। পরে রাত ১১ টার দিকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে অনেক খোঁজাখুজি করেও মামুনের সন্ধান পাওয়া যায়নি। পরে ভোরে মিঠাপুর গ্রামের একটি পরিত্যক্ত স্থানে মামুনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, মামুনের পিঠে তিনটিসহ শরীরে মোট ১২টি কোপের দাগ রয়েছে। পূর্ব শক্রতার জেরে খুব কাছের বা পরিচিত কোন প্রতিপক্ষ তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। এদিকে এলাকাবাসী দাবি করেন যে খনি যতই শক্তিশালী হোক না কেন দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।