পটুয়াখালীর গলাচিপায় সড়ক দূর্ঘটনায় মতলেব হাওলাদার (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছোট চরকাজল গ্রামের মৃত আব্দুল গণি হাওলাদারের ছেলে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় ছোট চরকাজল গ্রামের বালা বাড়ির পূজা মন্ডবের সামনের পাকা সড়কে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে লাশ পুলিশ গলাচিপা থানায় নিয়ে আসে। ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল জানান, মতলেব হাওলাদার জুমার নামাজের পরে ছোট চরকাজল গ্রামের নাসির হাওলাদারের বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসার পথে পূজা মন্ডবের সামনে পাকা সড়ক পারাপার করার উত্তর থেকে দক্ষিন গামী
১টি মোটর সাইকেলের নিচে পরে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। এসময় মোটর সাইকেল চালক দ্রুত মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী ঘটনাস্থলে এসে দেখেন পাকা সড়কের উপর বৃদ্ধের নিথর দেহ পরে রয়েছে।
মাথা ফেটে অনেক রক্তক্ষরন হয়েছে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে আসে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।