December 28, 2024, 4:44 pm

মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাথে সংযোগ স্থাপনকারি ব্রিজটি দীর্ঘদিনেও সংস্কার হয়নি!

হৃদয় এস এম শাহ্-আলম হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • Update Time : Friday, July 3, 2020,
  • 251 Time View

বৃষ্টির পানি ঢল আকারে ব্রীজের নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় ব্রীজের পিলারের গুরার মাটি সরে গিয়ে ব্রীজটির মধ্যাংশের ভেঙ্গে ধেবে যায়। জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের অন্তর্গত ৮নং ওয়ার্ডের এক্তিয়ারপুর ও মনিপুর এর মধ্যবর্তী অংশে ব্রীজটি অবস্থিত। ঢাকা-সিলেট মহাসড়কের সাহাপুর হইতে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে ব্রীজটি অবস্থিত।

এলাকাবাসী সূত্রে জানা যাড, ১১ নং বাঘাসুরা ইউনিয়নের অন্তর্গত রঘুনন্দন পাহাড়ের বৃষ্টির পানি প্রবাহিত হওয়ায় পিলারের গুরার মাটি সরে গিয়ে ৮/৯ বছর আগে ব্রীজটির মধ্যাংশের ভেঙ্গে বসে যায়। ব্রীজের পূর্ব পার্শ্বে (৩য় পাতায় দেখুন) টমটম ও সিএনজির ষ্ট্যান্ড অবস্থিত। যা দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল। গ্রামের ভেতর মালামাল পরিবহনকারি কোন গাড়ি প্রবেশ-বাহির হতে পারছে না, পারচ্ছেনা জরুরি প্রয়োজনে কোন রোগিকে সময়মত হাসপাতালে নিতে।

এলাকাবাসী আরও জানান, ব্রীজটি ভাঙ্গার সাথে সাথে অনেক জাতীয় পত্রিকায় এর খবর প্রকাশিত হলেও এর ব্যাপারে কার্যকারি কোন উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। দ্রুত উক্ত ব্রীজটি নির্মাণ পূর্বক ঢাকা-সিলেট মহাসড়কের সাথে সংযোগ স্থাপন সৃষ্টি করার জন্য আহব্বান জানান এলাকাবাসি।

এ বিষয়ে মাধবপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ জুলফিকার হক চৌধুরী জানান, আমরা সয়েল টেস্ট শেষ করে এখন ডিজাইনের প্রস্তুতি নিচ্ছি। ডিজাইন শেষ হলে সরকারি নিয়ম অনুযায়ী টেন্ডার হবে এবং টেন্ডার সম্পূর্ণ হলে কাজ শুরু হবে। সাধারণ মানুষের দুর্ভোগ কতদিনে কাটবে এমন প্রশ্নের জবাবে বলেন, ডিজাইন ও টেন্ডারের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কতদিন লাগবে এটা বলা সম্ভব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71