শারীরিক অবস্থার অবনতি হওয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্ত রঞ্জন দেবনাথকে এয়ার এ্যাম্বুল্যান্সে করে ঢাকায় নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে তাকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হয়। আজ বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে এয়ার এ্যাম্বুল্যান্সটি ময়মনসিংহ স্টেডিয়াম থেকে তাকে নিয়ে ঢাকায় ল্যাবএইড স্পেশালাইড হাসপাতালের উদ্দেশ্যে উড়ে যায়।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি এ তথ্য নিশ্চিত করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম জানান, গত মঙ্গলবার ডা. চিত্তরঞ্জন দেবনাথ ও তার স্ত্রী ডা. মঞ্জু রাণী দেবনাথের করোনা সংক্রমণ ধরা পড়ে। আক্রান্ত হওয়ার পর নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন তারা।
আজ বিকেলে চিত্তরঞ্জন দেবনাথের শ্বাসকষ্ট হলে তাকে করোনা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। পরে শ্বাসকষ্ট আরও বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে কল করা হয়। পাশাপাশি তিনি ডায়বেটিস রোগে আক্রান্ত, তাই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।