হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার ০২নং চৌমুহনী ইউনিয়নের মঙ্গঁলপুর গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ মাহমুদ আলী(২৫) পিতাঃ মৃতঃ সিদ্দিকুর রহমান। আজ (০৩ জুলাই ২০২০)রোজঃ শুক্রবার বেলা ০১ঃ০৫ মিনিটে ২জন সন্ত্রাসীর হাতে আহত।
সি এন জি চালক মাহমুদ আলীর সূত্রে জানা যাই তার তিনি বলেন আমি সি এন জি চালিয়ে মাধবপুর থেকে চেঙ্গারবাজার আসার পথে আমার গাড়িতে ২জন যুবক উঠে এক জনের বয়স ২২ হবে আরেক জনের ২৪ হবে।সি এন জি চালিয়ে ঘোনাপাড়া ও চেঙ্গারবাজার এর মধ্য বতি আসার সময় আমাকে ২জন সন্ত্রাসী আমাকে ছুরি দেখিয়ে বলে গাড়ি থামা তকন আমি গাড়ি থামাই তার পরে আমার পিছনে একজন মহিলা যাত্রী ছিল থাকে ছুরি দেখিয়ে তার কাছে হাজার খানি টাকা ছিল তারা ছিনিয়ে নিল।আর আমার কাছে সারাদিন যে টাকা ইনকাম করছি সে টাকা আমার সাথে ছিল তকন টাকা নিয়ে আমি জুড়াজুরি করি তকন আমাকে ছুরি দিয়ে আঘাত করে।
আমি তকন জুড় গলাই চিৎকার কারার সময় সন্ত্রাসী দুজন পাড়িয়ে যাই।