নাসিরনগর উপজেলার নন- এমপিও ভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রনোদনার চেক প্রদান করেন।
আজ ৪ জুলাই ২০২০ রোজ শনিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্ম ভবন মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজাহারুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে নন-এম পিও ভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের প্রনোদনার চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী। বিশেষ অতিথি ছিলেন, নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা একাডেমি সুপারভাইজার রহিমা খাতুন।
বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সাধারন সম্পাদক নির্মল চৌধূরী। চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, প্রকৃত শিক্ষক সমাজে সকলের কাছে পুজনীয় হয়ে থাকেন।
সকল শিক্ষকই তাদের ছাত্র/ছাত্রীদের এই মহামারি করোনা ভাইরাসের মধ্যে ঘরে বসে অনলাইনে ক্লাস নেয়া ও ছাত্র/ছাত্রীদের খোঁজখবর নেয়ার আহবান জানান।
অনুষ্ঠানে ৫৯ জন শিক্ষক ও কর্মচারীদের মাঝে ২,৫৭,৫০০ দুই লক্ষ সাতান্ন হাজার পাঁচ মত টাকার চেক প্রদান করা হয় ।