করোনার এমন মহামারি দুর্যোগকালীন সময়ে দেশ ও দেশের মানুষের নিরাপত্তা ও সরকার তথা স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্য বিধিকে নিশ্চিত করার লক্ষ্যে মাঠে থেকে সম্মুখ যোদ্ধা হিসেবে নিরলস কাজ করে যাওয়া সদস্যদের মধ্যে বাংলাদেশ পুলিশ অন্যতম।
আর এমন যুদ্ধে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন বহু পুলিশ সদস্য। আক্রান্ত রয়েছেন অনেকেই। বরগুনা জেলায় করোনা আক্রান্ত এমন সাত পুলিশ সদস্যদের মাঝে ফল বিতরণ করা হয়েছে। এসকল পুলিশ সদস্যদের মধ্যে একজন মহিলা পুলিশ সদস্য রয়েছেন।
পুলিশ সুপার মারুফ হোসেন (বিপিএম, পিপিএম) শনিবার (৪ জুলাই) বিকেল পাঁচটার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তিধীন এসকল পুলিশ সদস্যদের মাঝে বিভিন্ন ধরণের ফলমূল বিতরণ করেন।