পটুয়াখালীর গলাচিপায় ভাতিজার হাতে মজিবর সরদার (৫৫) নামে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত মজিবর সরদার হচ্ছেন উপজেলার আমখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামানন্দ গ্রামের মৃতঃ আঃ হক সরদারের ছেলে। মজিবর সরদার জানান, গতকাল ৩ জুলাই শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে বাড়ির দরজার রাস্তার মোড়ে জমা জমিকে কেন্দ্র করে ভাইয়ের ছেলে রফিকুল, জাকারিয়া, বাইজিদ কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে সকলে মিলে আমাকে এলোপাথারীভাবে মারধর করে। আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মরধরকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে ঐ রাতেই গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন বলেন, রোগী মজিবর সরদারের ডান পায়ের হাঁটুর নিচে সেলাই আছে ও ডান হাতের বৃদ্ধা আঙ্গুল ফেটে যায়। এ বিষয়ে মজিবর সরদারের স্ত্রী সেলিনা বেগম জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আমার স্বামীকে তার ভাইয়ের ছেলেরা প্রানে মেরে ফেলতে চেয়েছিল। লোকজন এসে পরায় মারতে পারে নাই। এ বিষয় নিয়ে রফিকুল ও জাকারিয়ার কাছে মুঠো ফোনে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান। ইউপি সদস্য দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান মো. মনির হাওলাদার বলেন, বিষয়টি আমি শুনেছি, দেখব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।