পটুয়াখালীর মহিপুরে গলায় ফাস দিয়ে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মহিপুরের বিপিনপুর গ্রামের কুদ্দুস সিকদারের ছেলে সোয়েব সিকদার (২২) গতকাল শনিবার রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটের সময় মহিপুরের সাগর হল সংলগ্ন তাদের নিজ বাড়িতে থেকে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের পিতার দাবি প্রেম সংক্রান্ত বিষয়ে তার ছেলে আত্মহত্যা করেছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানায় লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং এ বিষয়ে মহিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।