সাবেক অর্থমন্ত্রী, অর্থনীতিবিদ ওয়াহিদুল হক কানাডার টরেন্টোতে মৃত্যুবরণ করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ৮৭ বছর বয়সে তার মৃত্যু হয় বলে তার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
ওয়াহিদুল হক হুসেইন মুহম্মদ এরশাদের মন্ত্রিসভায় ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন।
পরবর্তীতে ক্যালিফোর্নিয়া, বারক্লি এবং টরেন্টো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
খ্যাতিমান এই অর্থনীতিবিদ নিবিড়ভাবে বাংলাদেশের সাথে সম্পৃক্ত ছিলেন এবং প্রতিবছর বাংলাদেশ আসতেন।