করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সিলেন ‘শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল’র সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভিন।
করোনা রোগীদের সেবা দিতে গিয়ে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সূত্র জানায়। আজ সোমবার সকাল সাড়ে ৭টায় শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি।
নাসিমা পারভিন ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা গ্রামের জিন্নাত আলী মজুমদারের স্ত্রী। ব্যক্তিগত জীবনে তিনি ৩ কন্যা সন্তানের জননী।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক জানান, করোনা আক্রান্ত হয়ে নাসিমা পারভিন গত ২ জুলাই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পরদিন আইসিইউতে স্থানান্তর করা হয়। সোমবার সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান।