ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মাস্টারবাড়িতে সোমবার ভোরে ট্রাকচাপায় প্রাইভেটকারে থাকা দুই ভাই জয় মোর্শেদ ও জাবের মোর্শেদ ঘটনাস্থলেই মারা যান।
প্রাইভেটকারে থাকা তাদের বাবা ও মাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।
অপরদিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের চকমতি বাসস্ট্যান্ডে কিশোরগঞ্জ থেকে নান্দাইল চৌরাস্তার দিকে আসা একটি সিএনজিকে উল্টো দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সিএনজিচালক হানিফ মিয়া (২০) ও যাত্রী আরিফ হোসেন (২০) মারা যান। তাদের বাড়ি নান্দাইল উপজেলার উল্লাপাড়া গ্রামে।