‘সবার জন্য মাস্ক বাধ্যতামূলক এবং করোনা শনাক্ত ব্যক্তির সঙ্গে মানবিক আচরণ করুন’ স্লোগানে সপ্তাহব্যাপী জনসচেনতামূলক র্যালি শুরু করেছে রাজবাড়ী আনসার ভিডিপি।
রোববার জেলার গোয়ালন্দ উপজেলা থেকে এই জনসচেনতামূলক র্যালি শুরু হয়।
করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য রাজবাড়ী জেলার আনসার ও ভিডিপি সদস্যরা শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। তাদের সহযোগিতায় জেলায় প্রায় ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সচেনতামূলক কার্যক্রমও অব্যাহত রেখেছেন তারা। তারই ধারাবাহিকতায় র্যালির মতো কার্যক্রম শুরু করেছেন।
র্যালিতে উপস্থিত ছিলেন মো. রাশেদুজ্জমান রাশেদ জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি রাজবাড়ী, কুসুম কুমার রায় (আনসার ভিডিপি অফিসার রাজবাড়ী সদর, জহুরা বেগম উপজেলা আনসার ভিডিপি অফিসার ও গোয়ালন্দ উপজেলার দলনেতা/ দলনেত্রী ও আনসার কমান্ডাররা।