যশোরের কেশবপুরে দলিতের উদ্যোগে করোনা ভাইরাস মহামারীতে সাগরদাঁড়ী, বিদ্যানন্দকাটি, সাতবাড়িয়া ও হাসানপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অসহায় ২ শত ১৮ স্পন্সরশীপ শিশু পরিবারের মাঝে একশন এইড বাংলাদেশের আর্থিক সহায়তায় প্রতি পরিবারে ১৫ শত টাকা করে সর্বমোট ৩ লাখ ২৭ হাজার টাকার (মাল্টিপারপাস ক্যাশ গ্যারান্টি) আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দলিতের ম্যানেজার নজরুল ইসলামের সভাপতিত্বে সেমবার সকালে উপজেলার জাহানপুরের দাসপাড়ায় প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে উক্ত অর্থ বিতরণ উদ্বোধন করেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র। বিশেষ অতিথি হিসাবে অর্থ বিতরণে অংশনেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিতরণে সহযোগিতা করেন নারী নেত্রী রিক্তা দাস, দলিতের মাঠ সহায়ক মিলন দাস, রহিমা আক্তার পলি, শুকতারা প্রমুখ।