উপজেলায় ২১ লাখ ৯২ হাজার ৫শ ২০ টাকা ও ৫১১ মে.টন চাল বিতরণ করা হয়েছে। উপজেলায় করোনা ভাইরাস পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে সরকার অসহায় মানুষের সহায়তার জন্য ২১ লাখ ৯২ হাজার ৫শ ২০ টাকা ও ৫১১ মে.টন পটুয়াখালীর গলাচিপায় কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা ত্রাণ ও পুর্ণবাসন মন্ত্রণালয় থেকে এ চাল বরাদ্ধ দিয়েছিল।
শিশু খাদ্য ক্রয়ের জন্য আরও ১ লক্ষ ২৯ হাজার ৫শ ৬০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বলেন, সরকারীভাবে ত্রাণ ও পুর্ণবাসন মন্ত্রণালয় থেকে করোনা ভাইরাস উপলক্ষ্যে কর্মহীন অসহায় মানুষের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে তা সফলভাবে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, সরকারীভাবে যেসব ত্রাণ গলাচিপা উপজেলায় পেয়েছি তা ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চেয়ারম্যান, মেম্বারদের সাথে নিয়ে সঠিকভাবে বন্টনের ব্যবস্থা করেছি। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ্ বলেন, মহামারি করোনা ভাইরাস উপলক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা ত্রাণ উপজলার সকল পর্যায়ের হত দরিদ্র, কর্মহীন, অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে।