পটুয়াখালীর মহিপুরে গাজা সহ এক মাদক ব্যাবসায়িকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
গতকাল সোমবার রাত ১১ টায় মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বাচ্চু সিকদারের ছেলে মাদক ব্যাবসায়ী ইয়াসিন সিকদার (২৩ ) কে ৪০০ গ্রাম গাজা সহ আটক করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নির্দেশক্রমে এস আই তারেক মাহামুদের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স দ্বারা অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
মহিপুর থানার এস আই তারেক মাহামুদ জানান আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।