নাসিরনগর থানার করোনা আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা ৬ পুলিশ সদস্য এক মাস ছয় দিন পর সম্পূর্ণরূপে করোনা মুক্ত হওয়ায় আজ ৮ জুলাই/২০২০ রোজ বুধবার বিকেল সাড়ে পাঁচ ঘটিকার সময় নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক ও পুরিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেনের নেতৃত্বে থানায় কর্মরত সকল অফিসার ও পুলিশ সদস্যরা মিলে তাদের ফুল দিয়ে ভরণ করে নেয়।
জানা গেছে, আজ থেকে প্রায় এক মাস ছয় দিন পূর্বে উক্ত থানায় কর্মরত এ,এস ছালেহ আহম্মদ, এ,এসআই ইমাম হাসান, ড্রাইভার মফিজুল হক ইমন, অপারেটর পাভেল মাহমুদ, কনস্টেবল তমিজ উদ্দিন, আবু তাহের ও সাইফুল ইসলাম কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোমকোয়ারেন্টাইনে চলে যায়। আজ তারা সম্পূর্ণ সূস্থ হওয়ায় থানা কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে বরণ করে নেয়।