প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস আক্রান্ত রোগীর পরীক্ষা রিপোর্ট নিয়ে রিজেন্ট হাসপাতালের সকল অনিয়ম তদন্তের মাধ্যমে প্রকাশ করা হবে।
আজ বুধবার (৮ জুন) বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের অনির্ধারিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সকল অনিয়ম খুঁজে বের করব এবং সরকার প্রতিটি পদক্ষেপের উদ্যোগ নিয়েছে। আমরা ইতিমধ্যে অপরাধীদের গ্রেপ্তার করেছি।
করোনাকালে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার ৫০ লাখ পরিবারকে জরুরি সহায়তা দিচ্ছে এবং এ জন্য একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।
এ তালিকাটি তিন ধাপ অনুসরণ করে প্রস্তুত করা হচ্ছে। আমরা এনআইডি এবং ভোটার তালিকা অনুসারে তাদের নাম ঠিকানা পর্যবেক্ষণ করছি এবং সকল তথ্য সঠিকভাবে যাচাই করার পর যাদের প্রয়োজন তাদেরকেই আমরা সহায়তা দিচ্ছি।
প্রধানমন্ত্রী আরও বলেন, স্বচ্ছতার জন্য মোবাইল ফোন বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই সহায়তা পাঠানো হচ্ছে। সব কিছু যাচাই বাছাই করার জন্য আমরা কিছুটা সময় নিয়েছি। আমরা সকল নকল নাম বাদ দিচ্ছি।