করোনার ভয়াবহ সংকটের মধ্যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার একমাত্র উদ্দেশ্য বাস্তবায়নেই রাজনৈতিক দল নিবন্ধন আইন করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ এন্ড কমিউনিকেশন কর্তৃক আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন ফখরুল। রাজনৈতিক দলগুলোকে অকার্যকর করে বিরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করতে পরিকল্পিতভাবে চেষ্টা করছে সরকার।
আর সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন; এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আইনের একটি অংশ বাংলায় করতে গিয়ে মৌলিক বিধান তারা পরিবর্তন করেছে। বিএনপিকে দুর্বল করতে পারেনি বলে দলটিকে নিয়ন্ত্রণে নিবন্ধনের নতুন আইন করতে চাইছে কমিশন।
এদিকে করোনার সময়ে নির্বাচন করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হলে এর দায়ভার নিতে হবে ইসিকে, বলেন বিএনপির সিনিয়র নেতারা।