ভারতে আবারও ভাঙলো একদিনে করোনা শনাক্তের রেকর্ড। বুধবার প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় ২৫ হাজার ছাড়িয়েছে নতুন রোগী শনাক্তের সংখ্যা। মোট সংক্রমণ ছাড়িয়েছে ৭ লাখ ৬৯ হাজার।
গত সাতদিনে ৫ দিনই রেকর্ড সংক্রমণ দেখলো দেশটি। টানা ছয়দিন ধরে দৈনিক প্রাণহানি ৪ শতাধিক।
রাজ্যভিত্তিক সংক্রমণের শীর্ষে এখনও মহারাষ্ট্র। বুধবার ৬ হাজার ৬শ’র বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে রাজ্যটিতে। প্রাণ গেছে ১৯৮ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা তামিলনাড়ুতে শনাক্ত হয়েছে ৩ হাজার সাড়ে ৭শ’ রোগী। মুম্বাইয়ে একদিনে শনাক্ত হয়েছে ১৩শ’র বেশি সংক্রমিত, যা আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। ভারতে একদিনে মৃত্যু হয়েছে ৪৯৩ জনের। মোট প্রাণহানি ২১ হাজার ১৪৪।