স্বাস্থ্যখাতে, সরঞ্জাম কেলেঙ্কারির সব অভিযোগ অস্বীকার করেছেন আলোচিত লেক্সিকন মার্চেন্ডাইজ ও টেকনোক্র্যাট লি.-এর মালিক মোতাজ্জেরুল ইসলাম মিঠু।
বিদেশে থাকায় দুদকের তলবে হাজির না হয়ে আইনজীবীদের মাধ্যমে আবেদনপত্র পাঠিয়েছেন তিনি। তবে দুদক তার জবাবপত্র গ্রহণ করেনি। কারণ সেটি আইনানুগ হয়নি।
অভিযুক্ত ব্যবসায়ী মিঠুর আইনজীবী জানান, শারীরিকভাবে অসুস্থ মিঠু যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বিমান চলাচল স্বাভাবিক হলে দেশে এসে সশরীরে দুদকে হাজির হওয়ার আশাবাদ জানিয়েছেন তিনি।
আবেদনে মোতাজ্জেরুল ইসলাম মিঠু দাবি করেন, তিনি সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান নন। এদিকে, দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক মো. হুমায়ুন কবিরকে।
কোভিড-১৯ এর চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে এই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে।