রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিলেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। এ কথা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাহেদ উঁচু মাপের প্রতারক।
বৃহস্পতিবার দুপুরে তথ্যমন্ত্রী বলেন, রিজেন্টের পরিচালককে গ্রেফতারে র্যাব কাজ করছে। দলের নাম বা বিভিন্ন পরিচয়ে যারা প্রতারণা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী আরও বলেন, রিজেন্ট হাসপাতালের সাথে করোনা চিকিৎসার চুক্তি করার আগে স্বাস্থ্য অধিদফতরের সতর্ক হওয়া উচিত ছিলো। এ সময় তিনি দাবি করেন, করোনা নিয়ন্ত্রণে অনেক উন্নত দেশের চেয়েও বাংলাদেশ সফল।
বিএনপি হোম আইসোলেশনে থেকে সরকারের সমালোচনা করছে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।