পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের কার্যকরী পরিষদ আগামী দুই বছরের জন্য ৯ জুলাই ক্লাব কার্যলয় হলরুমে এ কমিটি গঠন করা হয়েছে।
নব নির্বাচিত কমিটির সভাপতি এস,কে রঞ্জন( ভোরের কাগজ) সম্পাদক সুজন মৃধা ( আনন্দ টিভি)। সহ-সাধারন সম্পাদক রাসেল মোল্লা (দৈনিক বরিশালের আজকাল) কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি হাজী মোহাম্মদ নাসিরউদ্দীন দৈনিক দেশ জনপদ,
অর্থ সম্পাদক ওমর ফারুক আমার সংবাদ, দপ্তর সম্পাদক এইচ আর মুক্তা তারুণ্যের বার্তা, প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ দৈনিক পাঞ্জারী, পাঠাগার সম্পাদক মোঃ আরিফ সিকদার দৈনিক জনতা।
১নং সদস্য আহম্মেদ পাশা তানভীর দৈনিক নয়া দিগন্ত , ২নং সদস্য মোঃ ইউসুফ আলী বরিশালের সমাচার ৩ নং
সদস্য মোঃ তাজুল ইসলাম দৈনিক দক্ষিণের কাগজ। ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।