বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট আইনজীবী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সহ-সভাপতি আলহাজ¦ মো. মজিবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ্ এক শোক বার্তা প্রকাশ করেন। শোক বার্তায় গলাচিপা উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. মজিবর রহমান বলেন, সাহারা খাতুন ছিলেন নারী জাগরনের আরেক বাতিঘর। তিনি ছিলেন আ’লীগের একজন পরিক্ষিত সৈনিক। দেশের প্রতিভাবান এ রাজনীবিদ পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ যেমনি সংগঠনের একজন বিশ্বস্ত ত্যাগী নেতাকে হারালো তেমনি রাজনীবিদরা হারিয়েছে তাদের প্রাণ প্রিয় একজন অবিভাবক ও ভালোবাসার মানুষকে, যা সহজে পুরণ হবার নয়। গলাচিপা উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজন সহ সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।