করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার।
শনিবার সকাল ৬টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতীয় পার্টির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক এমএ রাজ্জাক খান বলেন, মেজর খালেদ আখতার মাসখানেক আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
২২ জুন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়া অবস্থায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন খালেদ। ১৯৮৬ সালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।
এরশাদের ফুপাতো ভাই সাফায়েত হোসেনের ছেলে খালেদ প্রথমে দলীয় চেয়ারম্যানের একান্ত সচিব ছিলেন। পরে দলের কোষাধ্যক্ষ ও আরও পরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হন।
এরশাদের মৃত্যুর পরে দলের সর্বশেষ কাউন্সিলে তাকে প্রেসিডিয়াম সদস্য থেকে বাদ দেওয়া হয়।