December 26, 2024, 4:44 pm

কোভিড-১৯ মোকাবেলায় গৃহীত কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যত করণীয় শীর্ষক মতবিনিময় সভা

এম.এস রিয়াদ,বরগুনা জেলা প্রতিনিধি:
  • Update Time : Saturday, July 11, 2020,
  • 151 Time View

বরগুনা জেলায় করোনা মোকাবেলায় গৃহীত কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যত করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম.এস রিয়াদ, বরগুনা জেলা প্রতিনিধি:আজ (১১ জুলাই) শনিবার সকাল ১০ টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরগুনা জেলায় করোনা মোকাবেলায় গৃহীত কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যত করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করোনা প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে বরগুনা জেলার প্রধান সমন্বয়ক বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ।

মতবিনিময় সভায় আলোচনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিদ্যুৎ সচিবের একান্ত সচিব, সিভিল সার্জন, সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক, নৌবাহিনীর কমান্ডার, আতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, সদর হাসপাতালের আরএমও, বরগুনা সদর পৌর মেয়র , জেলা এনজিও ফোরামের সভাপতি, প্রেসক্লাবের সভাপতি, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীবৃন্দ।

এসময় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ভিডিও চিত্র ও পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়৷ সভা শেষে বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ করোনা মোকাবেলায় প্রায় আড়াই হাজার মাস্ক এবং পিপিইসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের উন্নয়নের জন্য একটি এম্বুলেন্স, নবনির্মিত হাসপাতালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, লিফট এবং আধুনিক সরঞ্জাম স্থাপনের বিষয়ে অতি জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

মতবিনিময় সভা শেষে প্রধান সমন্বয়ক, জেলা প্রশাসক এবং অন্যান্য প্রতিনিধিগণ সামাজিক দূরত্ব নিশ্চিত করে বরগুনা সদর হাসপাতালের করোনা ইউনিট পরিদর্শণ করেন এবং পরবর্তীতে নির্মিতব্য জেলা বাস টার্মিনাল ও নির্মিতব্য বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শণ করেন।

বরগুনা জেলায় এ পর্যন্ত ৩৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এবং মারা গেছেন ৫ জন ও সুস্থ্য হয়েছেন ২০০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71