আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুনের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টা ৫ মিনিটের দিকে বনানীর কবরস্থান জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
তার মরদেহে শেষ বারের মতো ফুলের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হবে।
এর আগে শনিবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে তার বাসা সংলগ্ন বায়তুল শরফ জামে মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বিশেষ বিমানে করে থাইল্যান্ড থেকে দেশে আনা হয় সাবেক এই মন্ত্রীর মরদেহ। সেখানেই লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে সাহারা খাতুনের মরদেহ।