জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী তমা মির্জাসহ তার পুরো পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। শুক্রবার রাতে তমা মির্জা বলেন, তিনিসহ তার বাবা ও ড্রাইভার করোনা পজিটিভ। মা ও ছোট ভাইয়ের করোনার সব উপসর্গ থাকার কারণে বাড়তি আর পরীক্ষা করাননি।
তিনি জানান, প্রায় দশ দিন আগে বাবা ও ড্রাইভারের করোনা উপসর্গ দেখা দেয়। পরীক্ষা করার পর সপ্তাহখানেক আগে দুজনেরই ফলাফল পজিটিভ আসে।
তমা বলেন, আমি গত পরশু পরীক্ষা করি। শুক্রবার সকালে জানতে পারলাম আমিও করোনায় আক্রান্ত। তবে মা ও ছোট ভাইয়ের আর পরীক্ষা করাইনি। তবে তাদের করোনা উপসর্গ রয়েছে। ধারণা করছি, তারাও আক্রান্ত।
চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিবারের সবাই বাড়িতে চিকিৎসা নিচ্ছি।