দ্বিতীয় বিয়ে করেছেন জাতীয় দলের এই অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। গত শুক্রবার ময়মনসিংহের কাচিঝুলিতে ঘরোয়াভাবে মোসাদ্দেকের বিয়ের আনুষ্ঠান সম্পন্ন হয়। তার স্ত্রীর নাম উম্মে তামান্না।
করোনাভাইরাসের কারণে ঘরোয়া পরিবেশেই বিয়ে সম্পন্ন হয়েছে অফস্পিনিং অলরাউন্ডারের। বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়।
মোসাদ্দেক বলেছেন, ‘অনুষ্ঠান করেই বিয়ে করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে একদম ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। করোনাকাল কেটে গেলে সবাইকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।’
শনিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে তোলা ছবি শেয়ার করার পরই মোসাদ্দেকের দ্বিতীয় বিয়ের খবর জানাজানি হয়। নিজের দ্বিতীয় স্ত্রীর ছবি শেয়ার করে মোসাদ্দেক লিখেছিলেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন।’
২০১২ সালে খালাতো বোন সামিয়া শারমিনকে বিয়ে করার পর নানা টানাপোড়েনে সেই সংসার বেশি দিন টেকেনি। কলহের এক পর্যায়ে প্রথম স্ত্রীকে তালাক দেন মোসাদ্দেক। তবে ২০১৮ সালে মোসাদ্দেক ও তার মায়ের বিরুদ্ধে মামলা করে বসেন সামিরা।
সামিরার অভিযোগ ছিল, ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করা হয়েছে। যদিও সৈকতের দাবি ছিল উল্টো। বিয়ের পর থেকেই তাকে পরিবার ছেড়ে আলাদা সংসার করতে চাপ দিচ্ছিল তার প্রথম স্ত্রী। এই নিয়ে সৈকতের পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় শারমিনকে তালাক দিয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।
নতুন সংসার নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘নতুন করে সব শুরু করছি। পুরনো কথা বলে লাভ নেই। আমার ও আমার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন সুখী হতে পারি।