করোনা (কোভিড-১৯) কে কেন্দ্র করে সামাজিক দুরত্ব নিশ্চিতে কাজ করছেন বাংলাদেশ নৌবাহীনি বরগুনা কন্টিনজেন্ট।
আজ রোববার (১২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরগুনার বেতাগী উপজেলায় সামাজিক দুরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে মহড়া চালিয়েছেন লেফটেনেন্ট আরাফাতুল আরেফিন (ই), বিএন (পি নং ২৮০১) এর নেতৃত্বে একদল নৌসেনা সদস্য।
এসময় সাধারণ মানুষের মাঝে করোনার ভয়াবহ প্রভাব থেকে নিজেকে বাঁচাতে করোনীয় বিষয়ক স্বাস্থ্য বার্তা পৌঁছে দেয়া হয়।
পাশাপাশি অহেতুক ঘর থেকে বাহিরে বের হওয়া থেকে বিরত থাকা, প্রয়োজনে মাস্ক ও হ্যান্ড গ্লোবস্ ব্যবহার করা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, কাপড় পরিষ্কার রাখা ইত্যাদি সম্পর্কে সচেতন করা হয়